সারাদেশে উৎসবমুখর পরিবেশে জাতীয় নিরাপদ বয়লার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যান এসোসিয়েশন এর উদ্যোগে সারাদেশে জেলা উপজেলায় জাতীয় নিরাপদ বয়লার দিবস ও ৬ষ্ট বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার ৭ জুলাই এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয় কেন্দ্রীয় কার্যলয়, মিরসরাই প্রেসক্লাব, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ ও কুমিল্লা জেলা কার্যালয়ে। বিভিন্ন জেলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় নিরাপদ বয়লার দিবস ও ৬ষ্ট বর্ষপূর্তি উদযাপনে প্রতিনিধিদের পাঠানো খবর। কেন্দ্রীয় কার্যালয়: বিজ্ঞাপন কেন্দ্রীয় কার্যলয় সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় আলোচনা ও কেক কেটে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলমগীর, মোঃ ফয়সাল এছাড়াও প্রতিষ্ঠাতা কমিটি ও নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

ঢাকা জেলা: বিজ্ঞাপন ঢাকা জেলার উদ্যেগে জাতীয় নিরাপদ বয়লার দিবস ও ৬ষ্ঠ বার্ষিকী উদযাপন করা হয় । ঢাকা জেলার সভাপতি নুর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, সমাজ কল্যান সম্পাদক ইসমাইল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুবর্ন বিশ্বাস, সহ-বয়লার প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, ভাষা ও সাহিত্য সম্পাদক মুজানুল হক, সদস্য আবুল কালাম ও আসিফ গাজিপুর জেলা: গাজীপুর জেলার সভাপতি নাসির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয় সম্পাদক – নুর নবী, গাজীপুর জেলার সিঃ-সহ সভাপতি আলাউদ্দিন, গাজীপুর জেলার উপদেষ্টা হারুন, গাজীপুর জেলার দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, গাজীপুর জেলার অর্থ সম্পাদক-সালাউদ্দিন, গাজীপুর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, গাজীপুর জেলার সহ- সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন,

গাজীপুর জেলার সদস্য জাহেদ ,সাবউদ্দিন ,মাসুদ , নোমান, হারুন প্রমুখ। মিরসরাই: বিকাল ৫ টায় মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপূর্তি ৬ষ্ঠ বর্ষপূর্তি ও জাতীয় নিরাপদ বয়লার দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়লার পরিচারকদের জন্য ঐতিহাসিক ৭ জুলাই আন্দোলনের প্রধান উদ্যোক্তা ও জাতীয় নিরাপদ বয়লার দিবসের ঘোষক ও মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ৭ জুলাই আন্দোলনের অন্যতম পুরোধা নুরুল আনোয়ার সবুজ। কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর ইসলাম এর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল শামীম সায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠিতা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দীন মসলু, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সালা উদ্দিন রাসেল, চট্টগ্রাম জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃরাকিব, চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃমেজবাহ্ উদ্দিন মাসুম,

ঢাকা জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃকামরুল ইসলাম,ঢাকা জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃশাখাওয়াত হোসেন,চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃশরীয়ত উল্যাহ,চট্টগ্রাম জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক মোঃইউছুপ, চট্টগ্রাম জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস প্রমূখ। প্রধান অতিথি বলেন, বয়লার পরিচারকদের জন্য ৭ জুলাই আন্দোলন ঐতিহাসিক দিন। সালাম, আরশাদ, মনসুর সহ গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতদের রক্ত সারাদেশে গঠিত এ সংগঠনের মুল শক্তি। আমরা তাদের আজীবন স্বরণ রাখবো। অতীত ইতিহাস ধারন করে এগিয়ে গেলে কোন শক্তি এ সংগঠনকে তার লক্ষ অর্জন থেকে সরাতে পারবেনা। তিনি আরো বলেন, বাংলাদেশ বয়লার পরিচারক কল্যান এসোসিয়েশন সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে একদিন সারাদেশে অনন্য উচ্চতায় পৌঁছবে। মাথা উঁচু করে সম্মানের সাথে কর্মস্থলে কাজ করবে। প্রধান আলোচক নুরুল আনোয়ার সবুজ বলেন, অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে ৭ জুলাই আন্দোলন সফলতা লাভ করেছে। আন্দোলন বন্ধ করার জন্য সাংবাদিক নুরুল আলম সহ আমাদের বিরুদ্ধে মালিক পক্ষ পুলিশ দিয়ে অনেক হয়রানি করেছে। সেদিন শক্ত হাতে অধিকার আদায়ের আন্দোলন এবং সর্বস্তরের মানুষ সাড়া না দিলে মালিক পক্ষের ক্ষমতার কাছে পরাজিত হতো মানবতা। আজকে সংগঠনের ব্যানারে এতো সুন্দর আয়োজন করা হয়তো সম্ভব হতোনা। নেতৃবৃন্দ ৩ জুলাই নিহত মরহুম সালাম আরশাদ ও মনসুর এর আত্মার মাগফিরাত কামনা করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*