সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে সারা দেশে। এ উপলক্ষে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী কাল শুক্রবার নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশের সকল মসজিদের হবে দোয়া। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপসনালয়ে প্রার্থনাসভা পালন করা হবে। উল্লেখ্য সোমবার নেপালের নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ৫০ জনের বেশি নিহত হয়

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*