দুর্বার বিতর্ক উৎসবে অংশ নিবে মিরসরাই ও সীতাকুন্ডের আট কলেজ

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দুর্বার প্রগতি সংগঠন’ এর উদ্যোগে প্রথমবারের মত আয়োজন হতে যাচ্ছে দুর্বার বিতর্ক উৎসব। মিরসরাই ও সীতাকুন্ড উপজেলার আটটি কলেজ এ বিতর্ক উৎসবে ডিবেট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষে অংশ নিবে। মীরসরাই পার্ক ইন রেস্টুরেন্টে ২৪ মার্চ শনিবার সকাল ১১ টায় প্রতিযোগিতার ড্র ও প্রতিষ্ঠানগুলোর মাঝে বিষয় প্রদান করা হবে। অংশগ্রহণকৃত প্রতিষ্ঠানগুলো হল নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ, বারৈয়ারহাট ডিগ্রী কলেজ, জোরারগঞ্জ মহিলা কলেজ, সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজ ও বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজ। প্রথম রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল এ প্রক্রিয়ায় প্রতিটি প্রতিযোগিতায় আলাদা আলাদা বিষয়ের উপর পক্ষে-বিপক্ষে যার যার দলীয় যুক্তি তুলে ধরে নিজ দলকে সেরা প্রমাণের চেষ্টা চালিয়ে যাবেন এসব প্রতিষ্ঠানের বিতার্কিকরা। এ আয়োজন সম্পর্কে দুর্বার বিতর্ক উৎসবের আহবায়ক নাহিদুল আনসার ও সদস্য সচিব রিয়াজ উদ্দীন রাকিব জানান- ‘মিরসরাই ও সীতাকুন্ড উপজেলার কলেজ সমূহকে এক মঞ্চে এনে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার প্রয়াসে আমাদের এ আয়োজন।

উল্লেখ্য, ২০১৪ সালেও মিরসরাই উপজেলার মাধ্যমিক স্কুল সমূহকে নিয়ে সংগঠনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসবের পাশাপাশি এ সংগঠনের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, স্বাস্থ্য, পরিবেশ, প্রযুক্তিসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম ইতোমধ্যে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*